পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শাকেরা খালিলির করুণ পরিণতি

ছবি
🕵️‍♀️ শাকেরা খালিলির করুণ পরিণতি: বিশ্বাসঘাতকতায় চাপা পড়ে গেল জীবন 🌟 কে ছিলেন শাকেরা খালিলি? শাকেরা ছিলেন ভারতের এক অভিজাত পরিবার ‘নামাজি’-র সদস্য, দিওয়ান মির্জা ইসমাইলের নাতনি। ১৯৬৫ সালে কূটনীতিক আকবর খালিলির সঙ্গে তাঁর বিয়ে হয় এবং চার কন্যার মা হন। পরে ডিভোর্সের পর তিনি বেঙ্গালুরুতে একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন নিজের নতুন পরিচয়। 💔 বিপজ্জনক দ্বিতীয় বিয়ে ১৯৮৬ সালে তিনি বিয়ে করেন এক ছদ্মবেশী সাধু স্বামী শ্রদ্ধানন্দ -কে। আদতে তার আসল নাম ছিল মুরলী মনোহর মিশ্র। এই ভণ্ড লোকটি ধীরে ধীরে শাকেরার বিশ্বাস অর্জন করে, সম্পত্তির কাগজে সই করিয়ে নেয় এবং তাঁকে পরিবার-বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন করে তোলে। ❓ হঠাৎ উধাও হয়ে গেলেন শাকেরা ১৯৯১ সালের ২৮ এপ্রিল হঠাৎ নিখোঁজ হয়ে যান শাকেরা। স্বামী বলেছিলেন, তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন। কিন্তু একসময় তাঁর মেয়ে আদালতে ‘হেবিয়াস কর্পাস’ মামলা দায়ের করেন, তবুও তিন বছর পেরিয়ে গেল – কোনও প্রমাণ, কোনও খোঁজ মেলেনি। 🔍 যেভাবে ফাঁস হলো ভয়ঙ্কর সত্য ১৯৯৪ সালে এক চমকপ্রদ ‘স্টিং অপারেশন’-এর মাধ্যমে পুলিশ ঘটনাটি উন্মোচন কর...